দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি যতই হাঁকডাক দিক না কেন- কোনো লাভ হবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে।
বুধবার জেলহত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলেল কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, সেটা তাদের ব্যাপার। তারা নির্বাচনে এলো কী এলো না তা দেখার বিষয় না। তাদের আসা-না আসা নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। সময় ও স্রোতের মতোই নির্বাচনও কারো জন্য অপেক্ষা করবে না।
দেশে সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে বিএনপর সম্পৃক্ততার কথা এ সময় তুলে ধরেন ওবায়দুল কাদের। তাদের রাজনীতি নিয়ে সমালোচনার পাশাপাশি দাবি করেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার নেপথ্যের মাস্টার মাইণ্ড হলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। কারণ খুনিদের পুরস্কৃত ও পুনর্বাসন করেছিল সেনাপতি জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হবে না—এ অধ্যাদেশের বৈধতাও দিয়েছিল। খুনিদের মতোই তিনিও অপরাধী। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা বক্তব্য দেন সভায়।
এমকে