দেশে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে তার আগের ২৪ ঘণ্টার হিসাবে। শনাক্ত হয়েছেন ২৫৬ জন এবং মারা গেছেন ৭ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ২২৯ জন এবং মৃত্যু ছিল ৩ জন। স্বাস্থ্য অধিদফতরের মঙ্গলবার ও বুধবারের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৮০ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন। এক কোটি ৪ লাখ ৯ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ০৯।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৭ জন। ১ দশমিক ৩১ শতাংশ নমুনায় এ রোগের উপস্থিতি মিলেছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৯ হাজার ৪৫৮টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫২৩টি। মৃতদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ২ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৩ জন; চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে একজন করে আছেন। সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।
এমকে