উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বঙ্গবন্ধু সেতু পারাপারে টোল ফি বাড়ানো হয়েছে। দ্রুত নতুন ফি অনুযায়ী টোল আদায় শুরু হবে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত যানবাহন হিসেবে এ সেতু পারাপারে প্রতি মোটরসাইকেল ৫০ টাকা, হাল্কা যানবাহন (কার/জিপ)- সাড়ে ৫শ’ টাকা, মাইক্রো-পিকআপ (১.৫ টনের কম) ৬শ’ টাকা, ছোট বাস ( সর্বোচ্চ ৩১ আসন) সাড়ে ৭শ’ টাকা, বড় বাস ( সর্বনিম্ন ৩২ আসন) ও ছোট ট্রাক (৫ টন) ১ হাজার টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১ হাজচার ২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন- ১১ টন) ১ হাজার ৬শ’ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২ হাজার; ট্রেলার (৪ এক্সেল) ৩ হাজার; ট্রেলার (৪ এক্সেলের অধিক) ৪ হাজার টাকা টোল ফি দিতে হবে।
টোল ফি বাড়ানোর আগে প্রতিটি মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জিপ) ৫শ’ টাকা, ছোট বাস সাড়ে ৬ শ’ টাকা, বড় বাস ৯শ’ টাকা, ছোট ট্রাক সাড়ে ৮শ’ টাকা, মাঝারি ট্রাক ১ হাজার ১শ’ টাকা; বড় ট্রাক ১ হাজার ২৫০-১ হাজার ৪শ’ টাকা করে আদায় করা হচ্ছিলো।
এমকে