মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলায় ২ কেজি গাঁজাসহ মো. শাহজাহান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে কালুপুর এলাকার ইলিশা লক্ষীপুর লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। মো.শাহজাহান বোরহানউদ্দিন উপজেলার চরডোস গ্রামের মো. তোফাজ্জলের ছেলে, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
ভোলা ইলশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, মো. শাহজাহানের নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে