তারিকুল ইসলাম, শেরপুর:
শেরপুরে কিশোর গ্যাং রোধে সচেতনতামূলক সভা হয়েছে। র্যাব-১৪, সিপিসি-১ এর উদ্যোগে বুধবার দুপুরে জেলা শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা হয়। ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম।
সভায় বক্তারা কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব ও এ অপরাধে না জড়ানোর বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করেন। কিশোর গ্যাং কালচার বন্ধ করতে অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তব্য দেন- সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহাসহ শিক্ষার্থীদের অভিভাবকরা। সভায় ছাত্র-ছাত্রীদের সচেতন করতে এবং কিশোর গ্যাংয়ের কুফল নিয়ে র্যাবের তৈরিকৃত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এমকে