ঘূর্ণিঝড়ের শঙ্কা, কমতে পারে তাপমাত্রা

০৩ নভেম্বর ২০২১

চলতি নভেম্বর মাসে দেশে ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হতে পারে স্বাভাবিক বৃষ্টিপাত। ক্রমান্বয়ে হ্রাস পাবে দিন ও রাতের তাপমাত্রা। উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত পড়তে পারে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা। নভেম্বর মাসের জন্য দেয়া পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে ঠিক কবে ঘূর্ণিঝড় হতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা হয়নি।

আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় হতে পারে। একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এ মাসে। তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকলেও গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। বুধবার বিকালে আবহাওয়া অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রংপুরে, ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এমকে

 


মন্তব্য
জেলার খবর