হঠাৎ অকেজো ট্রাকের ব্রেক, নিহত ৩ মোটরযান শ্রমিক

০৩ নভেম্বর ২০২১

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাপায় তিন মোটরযান শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসটার্মিনাল এলাকার সুমনা পেট্রোল পাম্পের সামনে। পাম্প থেকে জ্বালানি নিয়ে দ্রুত গতিতে বের হওয়ার সময় ট্রাকটির  ব্রেক হঠাৎ করেই অকেজো হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর উপজেলার কুন্দল এলাকার রবিউল ইসলাম(৫০),স্বাশকান্দর এলাকার আলম হোসেন(৫০) ও নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার জাহাঙ্গীর ভান্ডারী(৫৩)। তারা সবাই  জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২২০)’র সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় পাম্পের সামনে দাঁড়িয়ে ওই তিন মোটর শ্রমিক  পরস্পরে একে অপরের সঙ্গে কথা বলছিলেন। ট্রাকটি চাপা দেয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১১-২১১৯) এসেছিল রংপুর থেকে।

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মজিবুদৌলা জকি জানান, নিহতদের মধ্যে দু’জন চেইন মাস্টার ও একজন সদস্য। তারা বগুড়াগামী বাসগুলোতে চেইন মেইনটেন করতেন। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

মহিনুল ইসলাম সুজন/এমকে

 


মন্তব্য
জেলার খবর