মাহির সঙ্গে পরকীয়া করিনি : রাকিব

০৪ নভেম্বর ২০২১

বিয়ের ঘোষণার দেড় মাস পর ঢালিউড তারকা মাহিয়া মাহির স্বামী কামরুজ্জামান সরকার রাকিব মুখ খুলেছেন। জানালেন, তারা পরকীয়া করেননি, আলোচনা করেই এই সম্পর্কে আবদ্ধ হয়েছেন।

আগের সংসার অনেক চেষ্টা করেও টিকিয়ে রাখতে পারেননি জানিয়ে রাকিব সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, 'পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি, আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি।'

সন্তানদের প্রতি ভালোবাসা সবাই দেখতে পায় না। শুধু হুটহাট মন্তব্য করলেই হয় না- এমনটাই মনে করেন রাকিব। তিনি বলেন, 'আর সারা দিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সব কিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত; কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারো পোড়ে না।'

সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে বলেন, 'আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারব, আর না বেঁচে থাকলে আপনাদের দুদিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে, আর আমিও ব্যতিক্রম নই; সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।'

মাহিকে বিয়ে প্রসঙ্গে বললেন, 'দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না; আমরা কিন্তু পরকীয়া করিনি, আলোচনা করে আবদ্ধ হয়েছি।' 


মন্তব্য
জেলার খবর