লেনদেন কমেছে প্রায় ১৪১ কোটি টাকা

০৪ নভেম্বর ২০২১

দিন শেষে হিসাবে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪০ কোটি ৬৭ লাখ টাকা ।  কমেছে মোট তিন সূচকের সবগুলোর পয়েন্ট। পতন ঘটেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদরের। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৪৬টির, বেড়েছে ৮৯টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৪০টির।

লেনদেন হয় এক হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকা। বুধবার লেনদেনের শুরুতে কিছুটা উত্থান থাকলেও বিক্রির চাপ বাড়ায় নিম্নমুখী হতে থাকে সূচকের গতি, শেষ পর্যন্ত  অব্যাহত থাকে  এ ধারা।

ডিএসইএক্স সূচক  ৫৬ দশমিক শূন্য সাত পয়েন্ট কমে ছয় হাজার ৮৯৮ দশমিক ২৭ পয়েন্টে, ডিএসইএস সূচক সাত দশমিক শূন্য এক পয়েন্ট কমে এক হাজার ৪৬১ দশমিক ১৬ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২০ দশমিক ১৩ পয়েন্ট কমে দুই হাজার ৫৮৫ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে।

লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) কোম্পানি লিমিটেড ও দর বৃদ্ধিতে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড শীর্ষে ওঠে আসে তালিকায়। লেনদেন হয় ১৪৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৫ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর