মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলায় একশ’ পিস ইয়াবাসহ সিরাজ বয়াতী (৫২), রাসেল ব্যাপারী (২৮) ও বিশ্বজিৎ কুমার দে (৩৮) নামের তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকাল ৫ টার দিকে সদর মডেল থানার ডাক্তার বাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে ডিবি।
সিরাজ বয়াতী ভোলা সদর থানার মৌডুবি এলাকার বজলুর রহমানের ছেলে, রাসেল ব্যাপারী সিফলী এলাকার আবু তাহেরের ছেলে ও বিশ্বজিৎ কুমার দে বাপ্তা এলাকার মৃত পতিত পাভিন দে’র ছেলে। ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে