মন্তব্য
শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ শ্রমিকরা। বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহার অথবা পণ্যবাহী পরিবহনে ভাড়া বাড়ানোর দাবিতে এ ঘোষণা দেয় হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক, লরি, প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক রুস্তম আলী খান।
রুস্তম আলী খানের ভাষ্যানুযায়ী, লিটার প্রতি ১৫ টাকা ডিজেলের দাম বাড়ানোয় গাড়ি চালানো সম্ভব না। এদিকে শুক্রবার থেকে বাস চলবে কিনা- এখনো জানা যায়নি।
এমকে