বসতঘর ভাঙচুর, আটক-৩

০৪ নভেম্বর ২০২১

আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি):
ঝালকাঠির রাজাপুরে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির বসতঘর ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটিশিয়ান চন্দিমা রিমু লোকজন নিয়ে এ ঘটনা ঘটায়। তবে অভিযোগ অস্বীকার করে রিমু বলছেন, জায়গাটির মালিক তার স্বামী। ভবন নির্মাণের জন্য সেখানে থাকা ঘর অপসারণ করা হয়েছে শ্রমিক দিয়ে।

ভুক্তভোগী শহিদুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় বাসিন্দা মাসুদ হাওলাদার, পংকোজ হাওলাদার, সেনা সদস্য সেলিম , ইব্রাহীম জানায়, চন্দ্রিমা রিমু শতাধিক নারী-পরুষ নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে আসে। ভাড়াটিয়া এসব লোকের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা শহিদ, তার স্ত্রী ও শ্বাশুড়িকে মারধর করে ও দঁড়ি দিয়ে বেধে রেখে তাদের বসতঘর ভাঙচুর করে, ঘরের মালামাল লুট করে পিকআপযোগে নিয়ে যায়। অস্ত্রের ভয়ে স্থানীয়রা কেউ সামনে আসতে পারেনি। সবাই দুরে দাঁড়িয়ে ছিল।


চন্দ্রিমা রিমু জানায়, জায়গাটিতে ওদের (শহিদুল) থাকতে দিয়ে ছিলাম। ঘর অপসারণের কাজ শেষে লেবারের বিল দিতে ইউপি সদস্য নাজমা ইয়াছমিন মুন্নিকে নিয়ে সেখানে যাই। লুটপাট করলে দিনে কেন রাতে যেতাম।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর, নুরুজ্জামান, জুয়েল নামে তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর