করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৭ জন। আর নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়েছে ২৪৭ জনের। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন ২২৭ জন। এক দশমিক ৩২ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৮৭ জন। ১৫ লাখ ৩৪ হাজার ৩০০জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি চার লাখ ২৭ হাজার ৮৪৮টি। শনাক্তের হার ১৫ দশমিক ছয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯১৫ টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬৯০টি। মৃতদের মধ্যে পুরুষ চারজন আর নারী তিনজন। বিভাগের মধ্যে ঢাকার তিনজন, রংপুরের দুজন আর খুলনা ও সিলেটে একজন করে আছেন। সরকারি হাসপাতালে পাঁচজন ও বাকি দুজন বেসরকারি হাসপাতালে মারা গেছে।
এমকে