বর্ষসেরা ছবি ‘পুষ্পা’

২২ ফেব্রুয়ারী ২০২২

দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডের আসরে বর্ষসেরা ছবি নির্বাচিত হয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা জুটির ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। সেরা ছবি নির্বাচিত হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’। একই ছবির জন্য তারা সমালোচক বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন।

 

সমালোচক বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে সুজিত সরকার পরিচালিত ‘সরদার উধম’। জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রণবীর সিং (এইটি থ্রি) ও কৃতি শ্যানন (মিমি)

 

চলচ্চিত্র শিল্পে অসাধারণ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে খ্যাতনামা অভিনেত্রী আশা পারেখকে। সেরা নবাগত বিভাগে পুরস্কার পেয়েছেন আহান শেঠি (তাড়াপ)। পিপলস চয়েসে সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অভিমন্যু দাসানি ও রাধিকা মদন।

 

সেরা পার্শ্ব অভিনেত্রী লারা দত্ত (বেল বটম) ও সেরা পার্শ্ব অভিনেতা সতীশ কৌশিক (কাগজ)। সেরা খল অভিনেতা আয়্যুশ শর্মা (অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ)। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন কেন ঘোষ (স্টেট অব সিজ: টেম্পল অ্যাটাক)।

 

আরআই


মন্তব্য
জেলার খবর