দুই মাসে সড়কে ৮৪৬ প্রাণহানি

০৪ নভেম্বর ২০২১

দেশে সেপ্টেম্বর ও অক্টোবর- এ দুই মাসে সড়ক দুর্ঘটনায় ৮৪৬ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১ হাজার ৫৭ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, আর যানবাহন হিসেবে মোটরসাইকেল। ঢাকা বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে ‘রোড সেফটি ফাউন্ডেশন’। ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ হিসাব করেছে প্রতিষ্ঠানটি।  

রোড সেফটি ফাউন্ডেশন’র তথ্যানুযায়ী, প্রাণ হারানোদের  মধ্যে ১২১ নারী  ও ৯২ শিশু  রয়েছে। মোট  সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৩৬ শতাংশ। এ যানের দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৪৮ জনের। জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে ৩০১টি। এর বাইরে আঞ্চলিক সড়কে ২৩১টি, গ্রামীণ সড়কে ১০৫টি, শহরের সড়কে ৬১টি  এবং অন্যান্য স্থানে ১০টি দুর্ঘটনা ঘটেছে। ঢাকা বিভাগে ১৭৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০১ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে রংপুরে, ৪৬টি দুর্ঘটনায় মারা গেছেন ৫৫ জন।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌপথে ও রেলপথে দুর্ঘটনার পরিসংখ্যান দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। বলছে, এ সময়ে নৌপথে ১৭টি দুর্ঘটনায় ২৮ জন নিহত, ৯ জন আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ১৫ জন । আর রেলপথ ৩২টি  দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ হিসেবে  চালকদের মানসিক ও শারীরিক অসুস্থতা, অপ্রাপ্ত বয়স, বেপরোয়া গতির কথা বলা হয়েছে। বলা হয়েছে,সড়ক দুর্ঘটনা ঘটছে মূলত সড়ক পরিবহন খাতের নৈরাজ্য ও অব্যবস্থাপনার কারণে। এ অবস্থার উন্নয়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করছে ‘রোড সেফটি ফাউন্ডেশন’।

এমকে


মন্তব্য
জেলার খবর