জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বিদিশা এরশাদকে। জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার বিকালে রাজধানী ঢাকার বারিধারায় প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলন হয়।
এর আগে গত ১৪ জুলাই বিদিশাকে কো চেয়ারম্যান ঘোষণা করা হয়। সেদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়ার অনুষ্ঠানে জাতীয় পার্টির ‘নতুন’ কমিটির ঘোষণা দেন এরশাদের ছেলে এরিক এরশাদ। এ কমিটিতে এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদকে চেয়ারম্যান, বিদিশার সঙ্গে ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।
এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিদিশা জানান, শিগগিরই তার দলের বিভিন্ন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হবে। জোটভুক্ত হয়ে সামনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। কাদের সঙ্গে জোটভুক্ত হবে- সেটা স্পষ্টভাবে উল্লেখ না করলেও বলেছেন, স্বাধীনতার সপক্ষের দলগুলোকে নিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক প্ল্যাটফর্ম করতে চায় তার দল।
এমকে