নড়াইলে মুজিববর্ষ দাবা লীগের উদ্বোধন

০৪ নভেম্বর ২০২১



নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মুজিববর্ষ জেলা দাবা লীগ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে  বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে উদ্বোধন করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। বাংলাদেশ দাবা ফেডারেশন ও জেলা পুলিশের সহযোগিতায় এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় ২০ দলের ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আগামী ৬ নভেম্বর শেষ হবে এ প্রতিযোগিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন-পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা পরিষদ সদস্য রওশন আরা কবির লিলি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ অনেকে।


ফরহাদ খান/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর