মন্তব্য
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান জানিয়েছেন, ‘আমি সবকিছু সামলাতে পেরেছি। কারণ, প্রতিটি মুহূর্তে যশ আমার পাশে ছিল। আমি যখন শুটিংয়ের জন্য বাইরে যাই, যশ-ই তো সামলে রাখে ঈশানকে। আবার ও (যশ) বাড়ি না থাকলে ঈশানের সব দায়িত্ব আমার। যশকে বাবা হিসেবে নম্বর দিতে হলে, আমি দশে ১১ দেব। যশ ভীষণ ভালো একজন বাবা।’
প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হওয়া প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আমি এসব কথাকে বিশেষ পাত্তা দিই না। আবার আমাকে নিয়ে যারা ট্রল করেন, তাদেরও দোষ দিই না। কারণ, সবারই তো নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে।’