ফেসবুক পেজ নিয়ে বেশ বিপাকে আছেন চিত্র নায়ক জায়েদ খান। বারবার তাকে মৃত দেখাচ্ছে এ সামাজিক মাধ্যমটি। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আবারও জায়েদ খানের অফিশিয়াল ফেসবুক আইডিতে তাকে রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।
ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
ধারণা করা হচ্ছে কেউ জায়েদ খানের আইডি এমন কাণ্ড ঘটাতে পারে। তবে এ বিষয়ে কিছু বলেননি জায়েদ খান। এর আগেও একই কাণ্ড ঘটেছিল।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি জায়েদ খানকে মৃত বলেছিল ফেসবুক। পরে তার আইডি থেকে ‘রিমেম্বারিং’ লেখাটি সরিয়ে নেয় ফেসবুক। এরপর ২১ জানুয়ারি জায়েদ খানকে ‘মৃত’ দেখায় ফেসবুক। তখন এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সেক্রেটারি ক্ষোভ ঝেড়ে বলেছিলেন, ‘কাজটি শয়তানে করেছে।’ যদিও একদিন পর তার আইডি থেকে ‘রিমেম্বারিং’ লেখাটি সরিয়ে নেয় ফেসবুক।
আরআই