পাকিস্তানে কল্যাণমূলক কর্মসূচি

০৫ নভেম্বর ২০২১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিম্ন আয়ের পরিবারের আর্থিক বোঝা কমাতে ৭০৯ মিলিয়ন ডলারের একটি খাদ্য ভর্তুকির প্যাকেজ উন্মোচন করেছেন।  এই প্যাকেজটি ১২০ বিলিয়ন রুপির (৭০৯.২ মিলিয়ন ডলার), যা ফেডারেল এবং প্রাদেশিক সরকারগুলো যৌথভাবে দিচ্ছে।

প্যাকেজটিতে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যদ্রব্য ঘি, আটা ও ডালকে প্রাধান্য দেয়া হচ্ছে। পরিকল্পনার অধীনে প্রায় ২০ মিলিয়ন প্রাপ্য নিম্ন আয়ের পরিবার তিনটি আইটেম কেনার ওপর ৩০ শতাংশ ছাড় পাবে।

ফেডারেল এবং প্রাদেশিক সরকারগুলো ভর্তুকি প্রদানের মাধ্যমে খুচরা বিক্রেতাদের নিকট বণ্টন করবে। ভর্তুকি ছয় মাস ধরে চলবে এবং  সবচেয়ে দরিদ্র পরিবারগুলোই এর লক্ষ্য। যা পাকিস্তানের সর্বকালের বৃহত্তম কল্যাণমূলক কর্মসূচি।

আলজাজিরা


মন্তব্য
জেলার খবর