কমেছে মৃত্যু ও শনাক্ত

০৫ নভেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার হিসাবে কমেছে।  মারা গেছেন ৩ জন, শনাক্ত হয়েছে ১৯৬ জন। আগের ২৪ ঘণ্টার হিসাবটা হলো সাত জন আর ২৪৭ জন। স্বাস্থ্য অধিদফতরের বৃহস্পতিবার ও শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে মেলালে এ চিত্র দেখা যায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৯০ জন।  সুস্থ হয়ে ওঠেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি চার লাখ ৪৫ হাজার ২৯৪টি। শনাক্তের হার ১৫ দশমিক চার।

গত ২৪ ঘণ্টায় এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭৮ জন। এক দশমিক ১২ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৯৫টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৪৪৬টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ একজন আর নারী দুই জন। বিভাগের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে আছেন। সবাই মারা গেছেন সরকারি হাসপাতালে।

এমকে


মন্তব্য
জেলার খবর