মন্তব্য
চলতি নভেম্বর মাসের এ কয়েকদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৫ ডেঙ্গু রোগী। আক্রান্তদের বেশিরভাগই ঢাকার। গত ২৪ ঘণ্টায়ই ভর্তি হয়েছেন ১০৩ জন। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ।
কন্ট্রোল রুমের হিসাবে, বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৭০৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫৪৫ জন ঢাকায়, বাকিরা ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৮০ জন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৫৮০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৯৫ জন ডেঙ্গু রোগী।
এমকে