পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে সরকার

০৫ নভেম্বর ২০২১

যুক্তরাজ্য থেকে বর্তমান সরকার পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেছেন, এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে অন্যান্য অনেক বিষয়েও। শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, জাহাজ পাঁচটির দুটি বাংলাদেশে এবং তিনটি যুক্তরাজ্যে তৈরি হবে। দেশে জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজটা করবে তারা। তিনি জানান, বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায় যুক্তরাজ্য। এ বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু মোটামুটি নীতিগতভাবে সম্মত-পাঁচটা জাহাজ নেয়া হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম  উপস্থিত ছিলেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর