জ্বালানি ডিজেল ও কেরোসিন তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাস-ট্রাকের ভাড়া বাড়বে কিনা- সে সিদ্ধান্ত হবে রোববার। এদিন ভাড়া পূননির্ধারণ নিয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিআরটিএ কর্তৃপক্ষ। তার আগেই পরীক্ষার্থী ও জনদুর্ভোগের কথা বিবেচনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানী ঢাকায় সেতুমন্ত্রীর বাসভবনে প্রেস ব্রিফিংকালে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি এ আহবান জানান। সেই সঙ্গে জানান বৈঠক করার কথা।
বুধবার ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়। বর্ধিত এ দাম প্রত্যাহার বা ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে বাস-ট্রাকসহ পণ্যবাহী অন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর নেতারা। বৈঠক করে এ সিদ্ধান্ত নিলেও ধর্মঘটের ঘোষণা দেয়া হয়নি আনুষ্ঠানিকভাবে।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বৈঠকে সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।
এমকে