নারী বিউটিশিয়ান ও ইউপির মহিলা সদস্যের নামে মামলা

০৫ নভেম্বর ২০২১

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে মহিলা বিষয়ক অধিদফতরে কর্মরত বিউটিশিয়ান ও সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যসহ ২৩ জন নামীয় আসামির নামে মামলা হয়েছে।মামলায় অজ্ঞাত নামীয় আসামি করা হয়েছে ২৩-২৫জনকে। বৃহস্পতিবার রাতে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম হাওলাদার বাদী হয়ে থানায় এ মামলা করেন। এজাহারে বলা হয়েছে, আসামিরা তার বসতঘর ভাঙচুর করেছে। ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে পিকআপযোগ নিয়ে গেছে।

এদিকে মামলার পরে তিনজন আসামিকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ঘটনার দিন ঘটনাস্থল থেকে এ তিনজনকে আটক করেছিল পুলিশ। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ তার আগে শহিদুল, তার স্ত্রী ও শাশুড়িকে মারধরসহ দঁড়ি দিয়ে বেঁধে রাখে অভিযুক্তরা।

আসামিরা হলো- বিউটিশিয়ার চন্দ্রিমা রিমু ও মহিলা ইউপি সদস্য নাজমা ইয়াসমিন মুন্নি,পূর্ব রাজাপুরের জাহাঙ্গীর খান, জালাল, মামুন সিকদার, কামাল, মোস্তফা হানিফ, রাজাপুর সদরের জামাল, বড় কৈবর্তখালীর জুয়েল হাওলাদার, নুর জামাল, শুক্কুর, লাইজু, কহিনুর, পপি বেগম, তানিয়া বেগম, সোহরাব হাওলাদার, আল-আমিন, তানবির, রেহেনা বেগম, পূর্ব ফুলহার গ্রামের মিলন, আঙ্গারিয়া গ্রামের সাইফুল, নাইম ও বাগড়ি গ্রামের নবাব বাবুর্চি।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আটককৃত জাহাঙ্গীর, নুরুজ্জামান, জুয়েলকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আবু সায়েম আকন/এমকে

 


মন্তব্য
জেলার খবর