চরম হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। শুরুটা যেভাবে হয়েছিল শেষটাও যেন হলো ঠিক সেভাবে। অথচ সেমিফাইনাল খেলার প্রত্যয় নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা। সুপার টুয়েলভে একটি জয়েরও দেখা পায়নি।
সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুক্রবার এমিরেটস এয়ারলাইন্সে করে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন ক্রিকেটাররা। মোট দুই ভাগে ভাগ হয়ে এসেছেন তারা। প্রথম ধাপে বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীতে ফিরে এসেছে ক্রিকেটারদের প্রথম বহর। দ্বিতীয় ধাপে ফিরেছে রাতে।
দেশে ফেরা ক্রিকেটাররা হলেন— শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
দলের সঙ্গে ফেরেননি—অধিনায়ক মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। এই চার ক্রিকেটার দুবাইয়ে কয়েকদিন ছুটি কাটিয়ে ফিরবেন।
আরআই