স্কটল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত

০৬ নভেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শুক্রবার ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। বড় ব্যবধানের এ জয়ের ফলে সেমিফাইনালে ওঠার দৌঁড়ে একধাপ এগিয়ে গেল দেশটি।

 

তবে দেশটির সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। সেজন্য দেশটিকে সামনের ম্যাচটিতে জয় পেতেই হবে। সেইসাথে নিউজিল্যান্ড যদি তাদের পরবর্তী ম্যাচটিতে হেরে যায়, তাহলেই সেমিফাইনালে যেতে পারবে কোহলির দল।

 

শুক্রবার টস ভাগ্য ছিল ভারতের পক্ষে। প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় স্টটিশদের। ব্যাট করতে নেমে ভারতের বোলারদের সামনে সুবিধা করে উঠতে পারেনি। ২০ ওভার শেষ না করতেই সব উইকেট হারিয়ে ফেলে তারা। ৮৫ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। হয়ে সর্বোচ্চ ২৪ রান আসে ওপেনার জর্জ মুনসি।

 

৮৬ রানের মামুলি লক্ষ্য। সেমিতে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকতে হলে দরকার ছিল বড় জয়ের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬.৩ ওভারে লক্ষ্য ভেদ করলেন তারা। ৮১ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন লোকেশ রাহুল। মাত্র ১৯ বলে ছয় বাউন্ডারি ও তিন ছক্কায় এ রান করেন তিনি। ১৬ বলে ৩০ রান করেন রোহিত শর্মা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর