‘ধিক্কার মিছিল’করবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

০৬ নভেম্বর ২০২১

আগামী ১২ নভেম্বর ‘ধিক্কার মিছিল’করবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওইদিন বিকাল ৪টার দিকে রাজধানী ঢাকার শাহবাগ ও চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে দেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তুলে ধরেন মি. দাশগুপ্ত। বলেন, বিগত দিন দেশের রাজনৈতিক দলগুলো স্বীকার করতে না চাইলেও এখন তাদের মধ্যে সাম্প্রদায়িক হামলা সংক্রান্ত দোষারোপের রাজনীতি চলেছে। এর মাধ্যমে তারা প্রকারান্তরে স্বীকার করছেন- সাম্প্রদায়িক হামলা অতীতে ছিল, বর্তমানেও আছে এবং দায়মুক্তির সংস্কৃতির কারণে তা চলছে।

সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার সব ঘটনায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত দাবি করে রানা দাশগুপ্ত বলেন, দলমত নির্বিশেষে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও অনতিবিলম্বে গ্রেফতারসহ বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিরপরাধ কাউকে যেন এসব ঘটনায় গ্রেফতার ও হয়রানি না করা হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর