সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরাতে করোনাবিধি তোলার বিকল্প নেই : বরিস

২২ ফেব্রুয়ারী ২০২২

যুক্তরাজ্য বৃহস্পতিবার থেকে সবধরনের করোনাবিধি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। সেই সাথে ১ এপ্রিল থেকে বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, কেউ করোনা আক্রান্ত হলে তাকে আগের নিয়মেই আইসোলেশন বা সঙ্গীহীন থাকার নিয়ম মেনে চলতে হবে। সেই সাথে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টার্গেট করে বিনামূল্যে করোনা পরীক্ষা কর্মসূচি চালু থাকবে।

 

তিনি আরো বলেছেন, ‘করোনা ঝুঁকি এখনও শেষ হয়ে যায়নি। তবে সবকিছুকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিধি-নিষেধ তুলে নেয়ার কোনো বিকল্প নেই।’

 

বরিসের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, প্রধানমন্ত্রীর এমন পরিকল্পনা ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা করতে ব্যর্থ হবে।

 

আর বিরোধীরাও বলছেন, বরিস খুব দ্রুতই সিদ্ধান্ত নিলেন। এমন সিদ্ধান্ত ঝুঁকি বাড়াবে। বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রম চালু রাখার দাবিও জানিয়েছে তারা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর