লাজু মিয়া, লালমনিরহাট:
লালমনিরহাটে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন শিপলুর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে শহরের বাটামোড় এলাকায় শহীদ আশরাফুল আলম সোহেল স্মৃতি সংসদ এ মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধন চলাকালে দেয়া বক্তব্যে বক্তারা জানান, শিপলুর ওপর হামলার ১ সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু এতদিনেও হামলাকারীদের গ্রেফতারে পুলিশ তেমন কোনো ভূমিকা রাখেনি। তারা জানান, শিপলুর সামাজিক কর্মকাণ্ড একটি কুচক্রী মহলের সহ্য হয়নি। এর আগেও বিভিন্ন ঘটনা ঘটিয়েছে মহলটি। শান্ত শহরকে অশান্ত করতে শিপলুকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তব্য দেন- লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, সদর উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ। মানবন্ধনে পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ ইন্ডিপেন্ডেন্ট ক্লাব,সম্মিলিত ব্যবসায়ী সমিতি গোশালা, সানরাইজ স্পোর্টিং ক্লাব টিউমলপাড়া, তরুন সমাজ লালমনিরহাট, জুয়েলারি সমিত, হরিজন সম্প্রদায়ের সদস্যরা অংশ নেয়। প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর শিপলুর ওপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এমকে