ক্যালিগ্রাফি এঁকে প্রশংসিত ফাতিমা

০৬ নভেম্বর ২০২১

ভারতীয় তরুণী ১৯ বছর বয়সী ফাতিমা সাহাবা মাত্র ১৪ মাসে নিজ হাতে পুরো পবিত্র কুরআন শরীফ লিখে তাক লাগিয়ে দিয়েছেন। 

ছোটবেলা থেকেই ছবি আঁকা এবং ক্যালিগ্রাফির প্রতি বিশেষ ঝোঁক ছিল ফাতিমার। প্রায়ই ছবি এঁকে মা-বাবাকে দেখাতেন। তারাও তাকে উৎসাহ দিতেন।

কুরআন শরীফের আয়াতগুলো তাকে বরাবরই মুগ্ধ করতো। তাই সেরা ক্যালিগ্রাফ লিপি দিয়ে তিনি কুরআন নকল করতে চাইছিলেন।

বিবিসি


মন্তব্য
জেলার খবর