বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনটের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী স্বামীর মনোনয়নপত্র বাতিল করলেও সংরক্ষিত সদস্য পদপ্রার্থী তার স্ত্রীর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একটি মামলায় সাজা হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী।
মোকাদ্দেস আলী জানান, ৮ নম্বর ওয়ার্ডে মনোয়নপত্র দাখিল করেন চালাপাড়া গ্রামের মোজাম্মেল আকন্দের ছেলে সাহেদ আলী। কিন্তু একটি মামলায় আদালত সাহেদ আলীকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।
নির্বাচন অফিস ও মামলা সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ২০০৭ সালের ১ আগস্ট রাতে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আবুল কাশেমের বাম হাত কেটে বিচ্ছিন্ন করে দেয় সাহেদ আলী। এ ঘটনায় হওয়া মামলা ২০১৮ সালের ২৩ জুলাই আদালত সাহেদ আলীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে আরো ৩০ দিনের কারাদণ্ড দেন। সাহেদ আলী এবারের নির্বাচনে দাখিল করা তার মনোনয়নপত্রে এ তথ্য গোপন করেছিলেন।
দীপক কুমার সরকার/এমকে