টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা

২২ ফেব্রুয়ারী ২০২২

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার। এছাড়া ইয়াসির আলীকেও ১৪ জনের রাখা হয়েছে।

 

সদ্য সমাপ্ত বিপিএলে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বি। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন মুনিম। যার স্ট্রাইক রেট ছিল ১৫২। অন্যদিকে, খুলনা টাইগার্সের হয়ে আসরে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ইয়াসির।

 

এছাড়াও দলে ফেরানো হয়েছে লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে। আগামী ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।

 

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:

 

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর