বিরাট মন থেকে সৎ : আনুশকা

০৭ নভেম্বর ২০২১

বিরাট কোহলিকে উদ্দেশ করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখা পোস্টে ভামিকার মা  আনুশকা লিখেছেন, ‘এই ছবিতে ফিল্টারের প্রয়োজন নেই, ঠিক যেমন তোমার জীবনযাপনে কোনো বাহ্যিক ভনিতা নেই। তুমি মন থেকে সৎ এবং ইস্পাতের মতো তোমার সাহস। এমন সাহস যা সন্দেহকে এক নিমিষে দূর করে দেয়। তোমার মতো অন্ধকার থেকে নিজেকে টেনে বের করতে পারে, এমন আর কাউকে আমি চিনি না।’

বলিউডের এই অভিনেত্রী লেখেন, ‘তুমি নির্ভীক, সেজন্য সবদিক থেকে তুমি প্রতিদিন উন্নতি করছো এবং কোনো জিনিস চিরস্থায়ী এটা তুমি বিশ্বাস করো না। আমি জানি, আমরা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের সঙ্গে কথা বলার মতো মানুষ না, কিন্তু কখনো কখনো আমার ইচ্ছা হয়- চিৎকার করে সারা পৃথিবীকে বলি, তুমি কত দুর্দান্ত একজন মানুষ। তারা সৌভাগ্যবান, যারা তোমাকে কাছ থেকে চেনে। ধন্যবাদ, আমার প্রতিটা দিনকে আরও উজ্জ্বল আরও রঙিন করে তোলার জন্য। আর হ্যাঁ, শুভ জন্মদিন কিউটনেস!!’


মন্তব্য
জেলার খবর