দুর্নীতিযুক্ত নিয়োগ বাতিলের দাবিতে শতাধিক মানুষের মানববন্ধন

০৬ নভেম্বর ২০২১

আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুরে কাঠিপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসায় সুপার ও চতুর্থ শ্রেণীর পদে দুর্নীতিযুক্ত নিয়োগের প্রতিবাদে ও পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুর ১টার দিকে মাদ্রাসাটির সামনে এ মানববন্ধন হয়।

আধাঘন্টার এ মানববন্ধনে বক্তারা বলেন, এ মাদ্রাসায় সুপার, ঝাড়ুদার ও নৈশপ্রহরী পদে কোন সার্কুলার না দিয়ে গোপনে টাকার বিনিময় নিয়োগ দেয়া হয়েছে। যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা অন্য এলাকার বাসিন্দা। মাদ্রাসা সভাপতিসহ ম্যানেজিং কমিটি এ নিয়োগ বাণিজ্য করেছে বলে অভিযোগ তাদের।

বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা নাজমা আক্তার নাসরিন, ইকবাল হোসেন খান, শাকিল হোসেন প্রমূখ ।মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঞ্জুরুল আলম বাদশা ঢাকায় অবস্থান করছেন। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বিভিন্ন সময়ে বার বার কল দিয়েও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এমকে


মন্তব্য
জেলার খবর