মানুষের জীবনেও জোয়ার-ভাটা আছে : সুবাহ

০৭ নভেম্বর ২০২১

কক্সবাজার থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ।

সমুদ্রসৈকতে 'লাল দোপাট্টা' উড়িয়ে লিখেছেন,  'সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো সমুদ্র!'

যখন আমি সমুদ্রের কাছাকাছি থাকি সব দুঃখ, পুরনো স্মৃতি ভুলে যাই, অনেক শান্তি পাই- বাড়তি অনুভূতি সংক্রান্ত এই বাক্যটি নিচে যুক্ত করেছেন সুবাহ।


মন্তব্য
জেলার খবর