ইউক্রেনের ২ অঞ্চলকে স্বাধীন ঘোষণা পুতিনের

২২ ফেব্রুয়ারী ২০২২

এবার ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি বেয়াড়া অঞ্চলকে স্বাধীন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার রাতে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি। ডয়চে ভেলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে, নিজের নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরী বৈঠকে বসেন পুতিন। তারপরই এ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি। ইউক্রেনের বেয়াড়া দুই অঞ্চল দনেৎসক ও লুগানস্ককে রাশিয়ার স্বীকৃতি পূর্ব ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ন্ত্রণের ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে দিলো।

 

লুহানস্ক ও ডোনেস্ক ইউক্রেন ও রাশিয়ার সীমানাঘেষা দুটি অঞ্চল। ২০১৪ সাল থেকেই এ অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে। লুহানস্করের বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিদ পাসেচনিক ও ডোনেস্কের নেতা ডেনিস পুসহিলিন পুতিনের সঙ্গে এ জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর