বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন । রোববার সন্ধার দিকে গুলশানে তাঁর বাসা ‘ফিরোজা’য় পৌঁছান। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য থাকার প্রয়োজনে বসুন্ধরা এলাকার এ হাসপাতালে গত ১২ অক্টোবর ভর্তি হন তিনি। ২৭ দিন সেখানে ছিলেন। দীর্ঘদিনই হচ্ছে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন ৭৬ বছর বয়সী এ রাজনীতিক।
এদিকে বাসায় ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে স্লোগানে-স্লোগানে সঙ্গ দেন বিএনপির নেতাকর্মীরা।বাসার সামনে একইভাবে তাঁকে স্বাগত জানান শতাধিক নেতাকর্মী। আর বাসার ভেতরে তাঁকে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাকর্মীরা।
জানা গেছে, ২৭ দিন হাসপাতালটিতে থাকাকালে তাঁকে চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড। এর মধ্যেই ২৫ অক্টোবর তাঁর শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। পহেলা নভেম্বর তাঁর চিকিৎসক দলের অন্যতম ডা. এজেডএম জাহিদ হোসেন জানান,বেগম জিয়া সুস্থ হয়ে ওঠছেন।
এমকে