‘মাঠে বসে গালি দেবেন না, সাপোর্ট করুন’

২২ ফেব্রুয়ারী ২০২২

দীর্ঘ অপেক্ষার পর মাঠে দর্শক ফিরতে যাচ্ছে। তবে দর্শকরা যেন মাঠে এসে খেলোয়াড়দের গালি না দেন- সে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম স্পিনার নাসুম আহমেদ।

 

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এ তারকা স্পিনার বলেন, ‘অনেকদিন পর মাঠে দর্শক ফিরছে, জেনে খুব ভালো লাগছে। যারা মাঠে আসতে পারবেন না, তারাও দূর থেকে আমাদের সাপোর্ট দেবেন-এটাই আশা করি। তবে আপনারা আমাদের গালি দেবেন না। কারণ কোনো ক্রিকেটারই খারাপ খেলতে চায় না। সবাই চায় নিজের দেশকে জেতাতে। দল হেরে গেলে, আপনাদের চেয়ে আমাদের আরও বেশি খারাপ লাগে। খেলোয়াড়দের ‘খারাপ ভাষায় আক্রমণ’ না করার অনুরোধ রইল।’ 

 

ক্রিকেটারদের শিক্ষার্থীর সঙ্গে তুলনা করে এ বাঁহাতি অর্থডক্স স্পিনার বলেন, ‘অনেক পড়াশোনার পর একজন শিক্ষার্থী কিন্তু পাশ বা ভালো ফলাফল পেতেই পরীক্ষা দিতে যায়। খেলোয়াড়দের জীবনও তেমন। প্রতিটি ম্যাচই আমাদের জন্য পরীক্ষা। আমরাও চাই ভালো করতে। আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো, আপনারা শুধু পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর