উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

০৭ নভেম্বর ২০২১

অব্যাহত পতন দেখছে দেশের পুঁজিবাজার। এতে বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। কোম্পানিগুলোর নো ডিভিডেন্ড ঘোষণা ও প্রত্যাশিত লভ্যাংশ না পাওয়ায় লেনদেন কমিয়ে দিয়েছেন তারা। দৃশ্যত কারণ ছাড়াই পতন হচ্ছে মৌলভিত্তির অনেক কোম্পানির শেয়ারদর, উত্থানে যাওয়া বাজারের পতনও হচ্ছে সেভাবেই।  

গত সপ্তাহও পতনের মধ্য দিয়ে পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারদর, মূল্য সূচক, বাজার মূলধনের সঙ্গে পতন হয়েছে লেনদেনের।  শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৮২ কোম্পানির মধ্যে দর কমেছে ২৭০টির, বেড়েছে ৯০টির এবং অপরিবর্তিত থাকে ১৮টির। বাকি চারটির লেনদেন হয়নি।

ডিএসইএক্স সূচক  ১৫৫ দশমিক ৬৪ পয়েন্ট, ডিএস৩০ সূচক ৩৭ দশমিক ৬৩ পয়েন্টে ও ডিএসইএস সূচক ১৭ দশমিক ২১ পয়েন্ট কমেছ। আগের সপ্তাহের চেয়ে বাজার মূলধন কমেছে সাত হাজার ৯৬৫ কোটি টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর