ফলের কেজি ২৩ লাখ টাকা!

০৮ নভেম্বর ২০২১

তরমুজ গোত্রের ফল  ইউবারি মেলন বিশ্বের সবচেয়ে দামি ফল। যা জাপানের এক বিশেষ বর্গের মানুষের কাছে বিক্রি করা হয়।

২০১৯-এ এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৪৫ হাজার ডলারে।

আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ। সারা বছরই ফলে ইউবারি মেলন।

আনন্দবাজার ও  বিজনেস ইনসাইডার


মন্তব্য
জেলার খবর