মন্তব্য
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার ‘হাবিবি’ গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পরপরই দারুণ সাড়া মিলেছে। লাখের বেশি দর্শক গানটি দেখেছেন। তবুও মন খারাপ নায়িকার।
ফারিয়ার ভাষ্য, 'টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। এটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ অনুসন্ধানে দু একটা মাধ্যমে কাজ করছি। ভারত থেকে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে বাংলাদেশে। এ জন্য কিছুটা মন খারাপ। দর্শকদের বলবো, সমস্যাটা নিশ্চয়ই সাময়িক। নিশ্চয়ই সমস্যাটি কাটিয়ে উঠবো আমরা।'
তিনি আরও জানান, ‘এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি। আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময় মনে রাখব।’