মন্তব্য
কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী, উপস্থাপিকা ও মডেল ফারজানা বিথী। জন্মের সময় নবজাতকের ওজন ছিল ২ কেজি ৬ গ্রাম। নিজের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন ফারনাজ হোসাইন আরিয়া। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
ফারজানা বিথী বলেন, ‘আমি রাজকন্যার মা হয়েছি। এটিকে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন বলতে হবে। মেয়েকে প্রথম কোলে নেওয়ার অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে। আমি, আমার পরিবার সবার মনে আনন্দের জোয়ার বইছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’
তিনি আরও বলেন, 'মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে, আমার জীবনটাই বদলে গেল। আমি খুবই এক্সাইটেড। আমার মেয়ে হয়েছে। নারী হিসেবে এটা আলাদা অনুভূতি। আমি চাইব, আমার মেয়েও যেন সব বাধা পেরিয়ে মানুষের মতো মানুষ হতে পারে।'