এতিমখানায় আগুন, ১৮ ছাত্রের ব্যবহারের সবকিছুই ছাই

২২ ফেব্রুয়ারী ২০২২

এমএ জিন্নাহ, চাটমোহর (পাবনা):

সময় তখন বিকাল ৫ টা। খেলাধুলা করছিল সব ছাত্র। এ সময় মক্তবের আবাসিক ছাত্রদের ঘরে আগুন লাগে। সবার চেষ্টায় আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে ঘরটিতে থাকা সব কিছুই পুড়ে যায়। এ দুর্ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (২১ শে ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহরের ধানকুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়।

এদিকে ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরকারের পক্ষ থেকে ১শ’ কেজি শুকনা খাবার ও ৩৫পিস কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এসএম ফিরোজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরোজুর রহমান বলছিলেন, তাদের প্রতিষ্ঠানে ঘর মাত্র দুটি। এর একটি আগুনে পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া ওই ১৮ ছাত্রের সব কিছুই পুড়ে গেছে। তাদের ছাত্রের সংখ্যা সব মিলে ৩৫ জন। কিন্তু ঘরটিতে থাকতো ১৮ জন। ঘরটির মেঝেতে থাকতো, জাজিম ব্যবহার করতো তারা।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার সময় ঘরটি তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, পরে চাটমোহর থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এমকে


মন্তব্য
জেলার খবর