ধর্মঘটের প্রভাব কাঁচাবাজারে

০৮ নভেম্বর ২০২১

চলমান ট্রাকসহ পণ্য পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে কাঁচাবাজারে। সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রকারভেদে সবজির কেজিতে দাম বেড়েছে ১০-২০ টাকা । দামের আঁচ লাগছে ফলমূলের বাজারেও। এদিকে বাজারে মাঝারি ও চিকন চালের সঙ্গে  দাম বেড়েছে সয়াবিন তেলের। ব্যবসায়ীরা জানিয়েছেন এসব তথ্য। এদিকে দাম বাড়ায় অসন্তোষ বিরাজ করছে ভোক্তাদের মধ্যে।

গেল শুক্রবার ভোর থেকেই সড়কে বাস-ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার ও ভাড়া বাড়ানোর দাবিতে এ সিদ্ধান্ত হয়। বৈঠক করে সিদ্ধান্ত নিলেও পণ্য পরিবহনের একটি সংগঠন ছাড়া বাকি সংগঠনগুলো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। মঙ্গলবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। এদিকে ভাড়া বাড়ানোয় রোববার বিকাল থেকে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। তবে ডিজেলের বর্ধিত দাম ও দুই সেতুর বর্ধিত টোল ফি  প্রত্যাহারসহ পৌর ও সিটি কর্পোরেশন এলাকায় টোল ফি’র নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে এখনো ধর্মঘট চলমান রাখার সিদ্ধান্তে অটল আছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠন।  

রাজধানীর ব্যবসায়ীরা জানান, লিটারপ্রতি বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাম অয়েলের দাম ঠেকেছে ১৩৮ টাকায়। কেজি  ১০০ টাকা দরের রসুন ১২০-১৩০ ও ২০ টাকা দরের আলু ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে।  কেজিপ্রতি কাঁচা মরিচ ১৫০-১৬০ টাকা, পেঁয়াজ দেশি ৬০ টাকা, আদা ১৩০-১৪০ টাকা, বেগুন ও ঢেঁড়স ৬০-৭০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, কচুর লতি ৫৫-৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মুলা ৬০ টাকা দরে বিক্রি বিক্রি হচ্ছে। আর লাউ আকার ভেদে ৫০-৬০ টাকা; শাকের আঁটি- লাল, পালং, মুলা, সরিষা ১০-২০ টাকা, পুঁই ২০ ও লাউ ৩০-৪০ টাকা; ফুলকপি ও বাঁধাকপি আকার ভেদে পিস ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৪০-৫০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি। ডিমের  ডজন কিনতে লাগছে ১১৫-১২০ টাকা। গরীবের মাংশ ব্রয়লার মুরগির কেজি ১৬০-১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এমকে


মন্তব্য
জেলার খবর