পরিবহন মালিক নেতাদের দাবির মুখে বাস ভাড়া বাড়ানো হয়েছে। নতুন ভাড়ায় আগের চেয়ে প্রতি কিলোমিটারের জন্য দূরপাল্লার বাসের ক্ষেত্রে ২৭ শতাংশ ও মহানগরের ক্ষেত্রে ২৬ দশমিক ৫ শতাংশ বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের। আর বড় বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য হবে। রোববার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ভাড়া ৮ নভেম্বর থেকেই কার্যর হবে।
তার আগে ভাড়া নির্ধারণের বিষয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন বিআরটিএ ভাড়া পুনর্র্নিধারণ বিষয়ক কমিটি। রাজধানী ঢাকার বনানীতে এ বৈঠক হয়। সেই বৈঠকেই ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়া হয় দুই পক্ষ থেকেই। তার আগে ভাড়া বাড়ানোর প্রস্তাবনাযুক্ত একটি চিঠি বিআরটিএ কে দেয় পরিবহন মালিক সমিতি। ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া বাড়ানো বা বর্ধিত দাম প্রত্যাহারের দাবি ওঠে সমিতির পক্ষ থেকে। দাবি আদায়ে পরিবহন মালিক নেতারা শুক্রবার ভোর থেকেই সড়কে বাস-ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, বন্ধও রাখে। ভাড়া বাড়ানোয় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সমিতির নেতারা। এদিকে ডিজেলের বর্ধিত দামসহ দুই সেতুর বর্ধিত টোল প্রত্যাহারের দাবিতে এখনো ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল আছে ট্রাকসহ পণ্য পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। মঙ্গলবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়।
এদিকে বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে ভাড়া বাড়ানোর তথ্য জানান। বলেন, নতুন ভাড়া সিএনজিচালিতে বাসের জন্য প্রযোজ্য হবে না। সিএনজি চালিত বাসে ভাড়া এক পয়সাও বাড়ানো যাবে না, আগের রেট নিতে হবে।
বর্ধিত ভাড়া অনুযায়ী কিলোমিটারপ্রতি দূরপাল্লার বাসের ভাড়া ১ টাকা ৮০ পয়সা, মহানগরীতে বিভিন্ন রুটে বড় বাসে ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। ভাড়া বাড়ানোর আগে দুরপাল্লায় ১ টাকা ৪২ পয়সা, মহানগরীতে বিভিন্ন রুটে বড় বাসে ১ টাকা ৭০ পয়সা ও মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা ভাড়া নির্ধারিত ছিল। ২০১৬ সালে দুরপাল্লার ও ২০১৫ সালে মহানগরের জন্য এ ভাড়া নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পরে সারাদেশে বাস চালানোর আহবান জানিয়েছেন বাস মালিকদের নেতা খন্দকার এনায়েত উল্লাহ। এর পরপর বাস চলাচল শুরু হয়। ভাড়া না বাড়ালে তাদের বড় লোকসান হচ্ছিল জানিয়েছে এনায়েত উল্লহ জানান, ২০১৩ সালের পর বাস ভাড়া বাড়ানো হয়নি। এ সময়ে সবকিছুর দাম যে হারে বেড়েছে, তেলের দামের হিসাব করলে ভাড়া আরো বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
এমকে