বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশন মাস্টার পদে মোট ৫৬০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আগে ২৩৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেটির সংশোধনী প্রকাশ করা হলো এবার। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ঝালকাঠিবাসীদের আবেদনের সুযোগ ছিল কিন্তু এবার দেশের সব জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর, ২০২১।
প্রার্থীকে স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২০২০ সালের ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
প্রার্থীরা অনলাইনে আবেদন (http://br.teletalk.com.bd) করতে পারবেন।
আরআই