মৃত্যু ৬, শনাক্ত ২১৫

০৮ নভেম্বর ২০২১

দেশে করোনা রোগে ধুঁকে ৬ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। একই সময় পরীক্ষায় ২১৫ জনের নমুনায় এ রোগ পাওয়া গেছে। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন ২০৯ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতেরর হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।  এক কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৪ দশমিক ৯৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায়  এক দশমিক ২৮ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি ছিল। নমুনা সংগৃহিত হয়েছে ১৬ হাজার ৭৪১টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৮১২টি। মৃতদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৩ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৪ জন এবং খুলনায় ২ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর