বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বগুড়ার ডিবি ও সোনাতলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদ্দুজামান লিটনসহ স্থানীয় চার নেতাকর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় হওয়া মামলায় প্রধান আসামি তিনি। সোমবার বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ নভেম্বর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযোগ নান্নুর কর্মীরা ঘটনাটি ঘটায়। এ ঘটনায় নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুসহ ৩০ জনের নামে মামলা হয়। মামলার পর থেকেই পালিয়ে ছিলেন মেয়র। গ্রেফতারের আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ।
২ নভেম্বর সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচতি হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু। নৌকা মার্কার বিরুদ্ধে নির্বাচন করায় ভোটের আগের দিন তাকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এদিকে মামলাটিতে তাকেসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
দীপক কুমার সরকার/এমকে