১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ প্রজাতির দেড় শতাধিক চারা বিতরণ

২২ ফেব্রুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে একটি মসজিদ ও ১৪টি মাদ্রাসা ও এতিমখানায় বৃক্ষের ৮ প্রজাতি মিলে ১৬৫টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন চাটমোহর যুব সোসাইটি মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ চারা বিতরণ করে।

চারা বিতরণের অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, শিক্ষক ও সাংবাদিক এম এ জিন্নাহসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

চাটমোহর যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল-শিহাবর দেওয়া তথ্যানুযায়ী, তাদের সামাজিক বনায়ন কর্মসুচির আওতায় এসব চারা বিতরণ করা হয়েছে। প্রজাতিরগুলোর মধ্যে রয়েছে- আম, কাঠাল, বড়ই, পেয়ারা, লেবু, আমড়া, জলপাই ও অর্জুন। আর প্রতিষ্ঠান ১৫টি হচ্ছে- বেজপাড়া পাথাইল হাট প্রভাকর পাড়া কৈনূরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পাচুড়িয়া আশরাফুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা, পাচুড়িয়া ফুরফুরা শরীফ ও এতিমখানা, হরিপুর মমিনপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, চরপাড়া রওজাতুল উলুম খোরশেদ রোমেসা হাফিজিয়া মাদ্রাসা, আবু হুরাইরা মাদ্রাসা ও এতিমখানা, এম কে আর দাখিল মাদ্রাসা, দাথিয়া জামিয়া ইসলামি মাদ্রাসা,মাঝগ্রাম ইসলামি এতিমখানা, নারিকেল পাড়া জামে মসজিদ, অর্জনপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রামনগর মাদ্রাসা, বোয়ালমারী মাদ্রাসা, খতবাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও সুইগ্রাম হাফিজিয়া মাদ্রাসা।

 

এমকে


মন্তব্য
জেলার খবর